লক্ষ্মীপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গুণীজন সংবর্ধনা ও জুলাই আগস্টে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা।
এ সময় জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৪ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষাখাতে অবদান রাখায় ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দেওয়ায় জজকোর্টের আইনজীবী মহসিন কবির মুরাদ, কৃষি ও মৎস্যখাতে উদ্যোক্তা ফারুকুর রহমানসহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের মাঝে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ মমিন এবং সংগঠনের নেতা জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এ ছাড়া পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী, সাবেক আইনজীবী সমিতির সভাপতি হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন। পরে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী এবং একটি সাইকেল বিতরণ করা হয়।