চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ভাঙচুরের পর তাদের আটক করা হলেও ২৪ ঘণ্টার আগেই আজ সোমবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটকের পর গতকাল তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জেলা প্রশাসন কিংবা আয়োজক কেউই কোনো মামলা বা অভিযোগ না করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, আটক পাঁচজনের জড়িত থানার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ভাঙচুরের বিষয়ে কোনো মামলা দায়ের না হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ আশপাশ থেকে পাঁচজনকে আটক করে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ ডিসি হিলে প্রতিবারের মতো এবারও নববর্ষ বরণের আয়োজন করেছিল। এ ব্যাপারে জেলা প্রশাসন অনুমতিও দেয়। রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রস্তুতির সময় একটি মিছিল থেকে ভাঙচুরের ঘটনা ঘটলে পরিষদ অনুষ্ঠান বাতিল করে।
৪৭ বছরে এই প্রথম বাধার কারণে নববর্ষের অনুষ্ঠান হলো না ডিসি হিলে। ১৯৭৮ সাল থেকে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে আসছে। তবে করোনার কারণে দুই বছর এই আয়োজন বন্ধ ছিল।