চট্টগ্রামের এনায়েত বাজার মালীপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি ঘর। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যয়ানি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক খলিলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, আগুনে বেশিরভাগ ঘর থেকেই কোনো মালামাল বের করতে পারেননি তাঁরা। আগুন লাগার সময় বাসিন্দারা ঘুমে থাকায় পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।
আগুনে ঘর পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘সপ্তাহ খানেক আগে ছেলেকে বিয়ে করিয়েছি। বিয়েতে পাওয়া সব উপহারসহ ঘরের মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে বের হয়ে কোনোমতে জীবন বাঁচাইছি।’
সবিতা দাশ নামে আরেক নারী বলেন, ‘বছরের প্রথম দিনই সব হারিয়ে নিঃস্ব হলাম। ঘরে আসবাবপত্র, থালা-বাসন, টাকা, খাবার কোনো কিছুই নাই। এখন বাঁচবো কিভাবে?’
তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথিমকভাবে স্থানীয়রা ধারণা করছেন, পূজার প্রদীপ থেকে এই আগুন লাগতে পারে।