চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে মার্কেটের একটি জুতার কারখানা ও শিশু খেলনার গুদাম পুড়ে যায়।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রহমান ম্যানসন নামের এই মার্কেটের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রাপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে তারা মার্কেটের তৃতীয়তলার জুতার কারখানা আর এইচ ওয়াল্ডে আগুন দেখেন। সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুহূর্তে ধোঁয়ায় আছন্ন হয়ে যায় পুরো মার্কেট। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন পাশের বেবী বাজার নামের একটি খেলার গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, তারা চেষ্টা করেছেন প্রথমে আগুন যাতে পুরো মার্কেট না ছড়াতে না পারে। সে হিসেবে তারা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির হিসাব পরে জানা যাবে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।