সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

খাগড়াছড়িতে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

জমি দখল, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাতের পাশাপাশি নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। যথাযথ অনুসন্ধানের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

খাগড়াছড়ির রামগড়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নিকটআত্মীয়। ক্ষমতায় থাকাকালীন মন্ত্রীর প্রভাবে জোর করে জমি দখল, নিরীহ মানুষকে মারধর ও মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান, জগন্নাথ পাড়ার নিজ বাড়িতে যাতায়াতের রাস্তা তৈরির জন্য তাদের জায়গা দখল করেছেন তিনি। দেননি কোনো ক্ষতিপূরণ। এ ছাড়া পানি প্রবাহের ড্রেন বন্ধ করে দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

ভুক্তভোগী এক স্থানীয়র ভাষ্য, ‘এখানে আমার বাড়ির জায়গা দখল করে তিনি রাস্তা নির্মাণ করেছেন। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। এখানে একটা ড্রেন ছিল। সেটা বন্ধ করে দিয়েছেন চেয়ারম্যান। তাঁর কাছে আমরা অনেকবার অনুরোধ করেছি। কিন্তু আমাদের কথা শোনেননি। অনেক কৃষকের জমি নষ্ট হয়েছে।’

মন্ত্রী ও দলের প্রভাব খাটিয়ে দক্ষিণেশ্বরী রামগড় কালী মন্দিরের উন্নয়ন কাজ হাতিয়ে নেন বিশ্ব প্রদীপ। অথচ কোনো কাজ না করেই বরাদ্দের ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন মন্দির কমিটি।

শ্রী শ্রী দক্ষিণেশ্বরী রামগড় কালী মন্দিরের সাধারণ সম্পাদক শুভাশিষ দাস বলেন, ২০১৮-১৯ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে পুরোহিত শেড নির্মাণের জন্য  প্রায় ৩২ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। এটার ঠিকাদার ছিল বিশ্ব প্রদীপ কার্বারী। কিন্তু প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি।

এসব অভিযোগ ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, ‘আমরা যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই সে ক্ষেত্রে ব্যবস্থা নেব। বিশেষ করে যে কোনো অবৈধ স্থাপনা বা খাস জমি দখল হয়ে থাকলে তা উদ্ধারে পদক্ষেপ নেব।’

গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর রামগড় থানায় তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এর পর থেকে পলাতক আছেন বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
বোধনের চট্টগ্রাম যুব বিদ্রোহ উৎসবে বক্তারা
বাংলার ইতিহাসে গৌরবগাঁথা কম নয়। কিন্তু প্রায় স্মৃতির অতলে চলে গেছে আমাদের জাতীয় জীবনের এক অমূল্য বীরত্বগাথা চট্টগ্রাম যুব বিদ্রোহ। সাম্রাজ্যবাদী ইংরেজদের সমস্ত অহংকার চূর্ণ করে দিয়েছিলেন মাস্টারদা...
দুদিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
খাগড়াছড়ির রামগড়ে বিরোধপূর্ণ জমিতে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সাতজন। গতকাল বৃহস্পতিবার রাতে রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৈচালাপাড়া...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.