কক্সবাজারের টেকনাফ থেকে ১৪ জন তরুণ ও কিশোরকে উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবির এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের লম্বরী পাড়া মানবপাচারকারী সাইফুল ইসলামের আস্তানায় অভিযান চালায় বিজিবি। অভিযানে আস্তানা থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ১৪ জন তরুণ ও কিশোরকে উদ্ধারের পর নিজেদের হেফাজতে রাখা হয়েছে। তাদের কীভাবে জিম্মি করা হয়েছিল এসব বিষয় জানার চেষ্টা করছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘এসব কিশোর ও তরুণদের দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখার প্রাথমিক তথ্য পেয়েছে বিজিবি। তারপরও এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই আটক করা হবে।’
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ১৪ কিশোর তরুণকে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে টেকনাফে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ঘরে দীর্ঘদিন তালাবদ্ধ করে তাদের ওপর নির্যাতন চালায় অপহরণকারীরা। এদের মধ্য থেকে দুজনের পরিবার থেকে ১ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে।