চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার দুপুরে জিয়া জাদুঘর পরিদর্শন শেষে চট্টগ্রাম চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা সরয়ার ফারুকী বলেন, চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপ দেওয়ার উদ্যোগ নিযেছে সরকার। যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধ জীবন থেকে সবকিছুকে নিপুণভাবে তুলে ধরা হবে।
তিনি বলেন, গত ১৬ বছর এই জাদুগরকে যেনতেনভাবে ফেলে রাখা হয়েছিল। সেই অবস্থা থেকে এটিকে ফিরিয়ে আনতে বড় ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে। দক্ষ কিউরেটর নিয়োগের মাধ্যমে এটিকে পরিপূর্ণ একটি মিউজিয়ামে রূপ দিতে কাজ চলছে।
এই জাদুঘরকে সংষ্কার করতে বড় অংকের টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
উপদেষ্টা জানান, চট্টগ্রামের শতবর্ষী আব্দুল জব্বারের বলীখেলা ও সাম্পান খেলার সাথে সংস্কৃতিক মন্ত্রণালয় যুক্ত হবে। একই সাথে এসব বিষয়কে পঞ্জিকায় অন্তর্ভূক্তি করা হবে।
উপদেষ্টা আরও বলেন, বাংলা ও বাঙালির উৎসব সবার। এটিকে আরও বেশি ছড়িয়ে দিতে নববর্ষের দিনেও সাম্পান খেলাসহ নানা লোকজ মেলা আয়োজন করতে হবে।