সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চাঁদপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:২১ এএম

চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে শহরের কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা সমুদ্র মাল ও রিকশাচালক ইসমাইল। সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। আর রিকশাচালকের বাড়ি নাটোরে। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি। আহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক রাকিব। অন্যজনের নাম জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় স্থানীয়রা দুই বাহনের আরোহীদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিকশাচালককে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মোটরসাইকেল ও  অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ছাত্রদল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়ারপর পরই শহরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল নিষিদ্ধের দাবি তোলেন  স্থানীয়রা।

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুনটিতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. অমিত হাসান (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার ভোর চারটার দিকে শেরেবাংলা নগর ফুটওভার ব্রিজের নিচে অমিত ছুরিকাঘাতের শিকার হন।...
নাটোরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় পলাতক বাসচালক মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর শাহমখদুম থানার চকপাড়া এলাকা থেকে...
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর  থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবার আন্দোলন শুরু হলে নগর ভবন পেরিয়ে তা রাজপথে গড়াবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৫ নারী ইউরো। ১৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক সুইজারল্যান্ড।  দেশের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন আলিসা লেমান ও তাঁর দল। কিন্তু সে প্রস্তুতি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.