চাঁদপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে শহরের কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা সমুদ্র মাল ও রিকশাচালক ইসমাইল। সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। আর রিকশাচালকের বাড়ি নাটোরে। তার পরিচয় বিস্তারিত জানা যায়নি। আহতদের মধ্যে একজন মোটরসাইকেল চালক রাকিব। অন্যজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এসময় স্থানীয়রা দুই বাহনের আরোহীদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিকশাচালককে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ছাত্রদল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়ারপর পরই শহরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল নিষিদ্ধের দাবি তোলেন স্থানীয়রা।