লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রামগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত জীবন ও রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ বাবু।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আবদুল মোন্নাফ আরও জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁদের জেল-হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।