কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে জিহাদ ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদের বয়স ৫ ও রায়হানের সাড়ে ৩ বছর। জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানা বাড়িতে বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবায় বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে তাদের নিথর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইউসুফ মিয়া জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে জিহাদ ও রায়হানকে না পেয়ে চারদিকে শোরগোল শুরু হয়। পরে বাড়ির ও আশেপাশের সবাই খোজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে মাটি খুঁড়ে রাখা জমিতে পানি জমা থাকায় সেখানে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পানি থেকে খুঁজে অপর একজনেরও দেহ পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায় তারা মৃত।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, ‘পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘চান্দলা এলাকায় দুই শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। যে পরিমাণ ঝড়-বৃষ্টি হচ্ছে, তাতে বাড়ির পাশের একটি খাদে পড়েই তাদের মৃত্যু হয়েছে বলে সবাই বলছে। আমরা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। আমাদের কাছে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।’