চট্টগ্রামের সীতাকুণ্ডের সিডিএ আবাসিক এলাকায় একটি তেলের ডিপোতে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে জামাল উদ্দিনের মালিকানাধীন তেলের ডিপোতে কাজ করতে নামে চারজন শ্রমিক। এ সময় তেলের তীব্র ও বিষাক্ত গন্ধে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক চৌধুরী জানান, চারজন শ্রমিকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন।