চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ঢাকাইয়া আকবরসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে পতেঙ্গা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিম জানায়, সন্ধ্যার দিকে পতেঙ্গা এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আকবরের বুকে ও জান্নাতুল বাকীর পেটে গুলি লেগেছে। এরমধ্যে আকবরের অবস্থা আশঙ্কাজনক।
পতেঙ্গা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ আকবর ঢাকাইয়া আকবর বলে আমরা জানতে পেরেছি। প্রতিপক্ষের গ্রুপের সাথে গোলাগুলি হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।