ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাস্তায় পড়ে থাকা টর্চলাইট অন করতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. আফরোজ ভূইয়া নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মো. আফরোজ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের কুটপি পাড়ার প্রয়াত শামসুল হক ভূইঁয়ার ছেলে।
আহত আফরোজ ভূইয়া জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর বাড়ির কাছে কেটে রাখা একাধিক বড়ইয়ের ডালের ওপর তিনি একটি টর্চলাইট দেখতে পান। এটি হাতে নিয়ে সুইচ চাপতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।
আফরোজ ভূইয়া আরও জানান, তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।
আফরোজ ভূইয়ার ছেলে মো. রাফি ভূইয়া ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাঁর বাবা সম্প্রতি একটি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কেউ কেউ মেনে নিতে পারছিলেন না। তারাই মূলত টর্চলাইটের আদলে বোমা রেখে দেন। এ বিষয়ে তারা থানায় অভিযোগ করবেন।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বোমা নাকি চর্টলাইটের ব্যাটারির বিস্ফোরণ থেকে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। তদন্ত করে ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে।