চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির পদে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রার্থী ঘোষণার পাশাপাশি দলের কেন্দ্রীয় জনশক্তি পদে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে নগর জামায়াত কার্যালয়ে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে, আমিরে জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরীকে কেন্দ্রীয় জনশক্তি হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলামকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মনোনীত করে ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রামে ভারপ্রাপ্ত আমির পদে আসা নজরুল ইসলাম বর্তমান কমিটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নগর জামায়াতের সেক্রেটারি পদেও ছিলেন। আমির পদে পরিবর্তনের বিষয়ে এর আগে শুক্রবার সকালে সাতকানিয়ায় সর্বস্তরের দায়িত্বশীলদের সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরীকে এমপি প্রার্থী ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।