নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বচরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত হরলাল পাল (৬৫) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের প্রয়াত গিরিশ চন্দ্র পালের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে কচুখেতে কচুর লতি তুলতে যান হরলাল। এসময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো. আরব আলী সেক বলেন, ‘সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করে। এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। তবে ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি আমাদের কেউ জানায়নি। বৃদ্ধা খেতে লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান। দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’