নোয়াখালী জেলা শহর মাইজদীতে টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
জেলা জজ আদালত প্রাঙ্গণ, জজকোর্ট সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এস্টেট, বালুর মাঠ, মাস্টার পাড়া, খোন্দকার পাড়া, মধুসূদনপুর লক্ষ্মীনারায়ণপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আবাসিক এলাকা ও সড়কে পানি জমে আছে। এতে দুর্ভোগে পড়ে অফিস আদালতগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দারা জানায়, নোয়াখালী পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সমস্যা দেখা দেয় শহরে। এতে জনদুর্ভোগ চরমে উঠে। চলতি মৌসুমে এ নিয়ে তিনবার শহরে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে।
নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’