কুমিল্লায় এয়ারসফট পিস্তল (নকল পিস্তল), ওয়াকিটকি ও ধারাল অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। আজ রোববার জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার সংলগ্ন দক্ষিণ রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
অভিযানে আটকদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, দুটি এয়ারসফট পিস্তল (নকল পিস্তল), ৪টি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক হলেন—সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল ও ছোবহান মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ।
একটি ধারণা করা হচ্ছে, তারা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।
ওসি রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। রাসেলের নামে তিনটি এবং শরীফের নামে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।