চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। আজ রোববার এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মারা যাওয়া দুজনের নাম মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫)।
সিভিল সার্জন আরও জানিয়েছেন, করোনা শনাক্ত হলেও ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ইয়াসমিনের যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মৃত্যুবরণ করেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি উপজেলায়।