লক্ষ্মীপুরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের স্বজনরা। আজ রোববার দুপুর ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলার ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, মুখ্য সংগঠন সাইফুল ইসলাম মুরাদ, আহত ফাহিম ও নিহত বিজয়ের পরিবারের সদস্যরা।
এসময় তারা বলেন, ‘বিপ্লবী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। আমরা তা বিশ্বাস করি। আমাদের অনুরোধ, আর কোনো জটিলতা যেন না হয়। অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদ নিশ্চিত করতে হবে।’
তারা আরও বলেন, ‘আমরা সংবিধান সংস্কার চেয়েছি, কিন্তু তা করা হয়নি। এই সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তৈরী করেছে। তাই আগামীতেও এ সংবিধানে কোনো সরকার আসলে তারাও ফ্যাসিস্ট হতে পারে বলে আমরা মনে করি।’
জুলাই আন্দোলন একটি দলকে উৎখাত করে করে আরেকটি দলকে প্রতিষ্ঠার জন্য নয় উল্লেখ করে তারা বলেন, দেশের ২০ কোটি মানুষকে ফ্যাসিজমের রেজিম থেকে বের হয়ে সুখি সমৃদ্ধ দেশ তৈরী করে মুক্তি দেওয়ার জন্য এই আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাই ঘোষণাপত্র ও সনদ না দিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।