চট্টগ্রামে করোনা আক্রান্তের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যুহার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন চারজন। বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেশি। তাই কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
চট্টগ্রামে চলতি মাসের ৪ তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তের ১২ দিনের মাথায় মারা যান তিনি। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী ৭৪ জন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। ১৪ বছরের কিশোর থেকে ৭৫ বছরের বৃদ্ধও রয়েছেন মৃতের তালিকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুর রব বলেন, মারা যাওয়া চারজনই কিডনি, হৃদরোগ ও ক্যানসারে ভুগছিলেন। জটিল রোগে আক্রান্তরা করোনা আক্রান্ত হলে ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। তাই নিবিড় পরিচর্যায়ও শেষ রক্ষা করা যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এবার করোনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। গুরুতর অবস্থা না হলে কেউ হাসপাতালে যাচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্তের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যুহার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন চারজন।