চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় চৌমুহনীতে একটি দোকানে অগ্নিনির্বাপণ যন্ত্রে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী নিহত আবদুল কাদের ওই দোকানের কর্মচারী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেবি এন্টারপ্রাইজ নামে ওই দোকানের মালিক আবুল বাশার জানান, গ্যাস যন্ত্রে রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। কাদেরের গ্রামের বাড়ি সীতাকুন্ডে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক এজাজুল হক জানান, বিস্ফোরণের খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।