খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম প্রকাশ আমিনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের জেল দেওয়া হয় আসামিকে। আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আজিজুল হক প্রধান আসামির অনুপস্থিতে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ জুন প্রধান আসামি জোরপূর্বক ধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে। এ ঘটনার পরদিন স্কুলছাত্রী নিজে বাদী হয়ে প্রধান আসামির বিরুদ্ধে ধর্ষণ ও অপর দুজনকে সহায়তার অভিযোগে খাগড়াছড়ি থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট চার্জশিট দাখিল করে পুলিশ। প্রধান আসামির দোষ স্বীকারসহ ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘মামলা দায়েরের সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা রুজু হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।’
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নারী শিশুর নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা দরকার।’