পুলিশ প্রশাসনের সংস্কার না হলে চট্টগ্রাম থেকে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বিত ছাত্র পরিষদের নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, বর্তমান প্রশাসন ছাত্রলীগ-এর ‘গডফাদার’ হিসেবে কাজ করছে এবং পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশনে ‘পুলিশ সংস্কার আন্দোলন’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, সম্প্রতি পটিয়া থানায় আমাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশের বর্বর হামলা চালানো হয়েছে। ঘটনার পর আমরা পটিয়া থানার ওসিকে বরখাস্তসহ চার দফা দাবি উপস্থাপন করলেও প্রশাসন সেগুলো বাস্তবায়ন করেনি। উল্টো অভিযুক্ত ওসিকে রেঞ্জ কার্যালয়ে এনে পুরস্কৃত করা হয়েছে।
তিনি বলেন, আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, অথচ এখনও তা নিশ্চিত করা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান , ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিযুক্ত ওসি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে তাদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে চট্টগ্রাম থেকেই শুরু হবে ছাত্র-জনতার বৃহত্তর প্রতিরোধ আন্দোলন।