সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে ঠেকানো হলো শিক্ষকের পদোন্নতি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

হত্যাচেষ্টা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের পদোন্নতির প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার দুপুর ৩টার দিকে শুরু করে তারা। পদোন্নতি বোর্ড স্থগিতের পর বিকেল সাড়ে ৫টায় তালা খুলে দেওয়া হয়।

পদোন্নতির প্রক্রিয়ায় থাকা শিক্ষকের নাম কুশল বরণ চক্রবর্তী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক।

শিক্ষার্থীদের আপত্তি ও দাবির মুখে তাঁর পদোন্নতি বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫ টার দিকে তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

এর আগে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় ভেতরে আটকা পড়েন ভিসি-প্রোভিসিসহ পদোন্নতি বোর্ডের সদস্যরা। এসময় ভবনের সামনে শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পরে শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের কক্ষে ঢুকে পদোন্নতি বোর্ড বসানোয় ক্ষোভ জানায়। এসময় পুরো কক্ষে হট্টগোল তৈরি হয়। সেসময় কুশল বরণ চক্রবর্তী সেখানে উপস্থিত থেকে আগত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করলে তাঁকে থামিয়ে দেন দুই উপ-উপাচার্য।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘কুশল বরণের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বোর্ড স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর হেফাজত ইসলামের কর্মী এনামুল হককে আদালত প্রাঙ্গণে হামলা করার মামলার ২০তম আসামি কুশল বরণ চক্রবর্তী।

টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদীতীর রক্ষা বাঁধের বিভিন্নস্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতব্বরহাট বাঁধের পাঁচ কিলোমিটার এলাকা। হুমকির...
চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ের মেলখুম ঝরনা থেকে পড়ে দুই তরুণ মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায়...
খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে মেরুং ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি উঠতে শুরু করে। এতে চিটাইগ্যাংয়া পাড়া বেশ কয়েকটি...
কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। প্রতি ঘণ্টার প্রায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে গোমতী নদীর পানি। এই নদীর পানির স্তর বিপৎসীমা...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ চার আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হচ্ছিল ম্যাচটিকে। ম্যাচের আগে আবহাওয়াও অপেক্ষায় রাখিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর পর আসল ঝড় বয়ে গেল রেয়াল মাদ্রিদের ওপর। পিএসজির আক্রমণের...
এখন বাজারে গেলে কাঁকরোল দেখতে পাবেন। কাঁকরোল দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের তরকারি। তরকারি ছাড়াও কাঁকরোল দিয়ে ভর্তাও করা যায়। এই ভর্তা বানানো খুবই সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.