সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

গণপিটুনিতে মা, মেয়ে ও ছেলেকে হত্যা: গ্রেপ্তার আসামিরা কারাগারে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার এলাকায় গণপিটুনিতে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার অপরজন মামলার এজহারনামীয় ৩ নাম্বার আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়।

গত ৪ জুলাই বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র‍্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে ২ আসামিকে আদালতের তোলা হলে আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর রোববার বিকেলে ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশকে কুমিল্লার আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ৫নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ। এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান। পরে আদালত তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করেন।

কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন, ‘এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুজনকে এবং রোববার বিকেলে ছয়জনকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাদের জামির না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে মামলার তিন নাম্বার আসামি বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করা হবে।’

নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধ খাগড়াছড়ি সদর থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুই নেতা-নেত্রী। গত শনিবার (১২ জুলাই) খাগড়াছড়ি সদর থানায় প্রথমে...
নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় বাড়িঘর ও সড়ক প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ...
চার বছর আগে চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে তার স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম।  দণ্ডিতরা...
বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। রোববার রাত ১০টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা বেশিরভাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর দুই...
এ টেস্টের চার ইনিংসে দুদলের ৪০ উইকেটের মধ্যে বোল্ড আউট ছিল ১৫টি। চলতি শতাব্দীতে যা এক টেস্টে সর্বোচ্চ বোল্ড আউটের ঘটনা। আগের রেকর্ডটি ছিল ১৩টি বোল্ডের, যা এ শতাব্দীতে এর আগে ৪ বার দেখা গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.