সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও অপহৃত এক ব্যক্তি উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, মাদক এবং অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের সদস‌্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারনি আইনশৃঙ্খলা বাহিনী। 

রোববার বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন এলাকায় পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। এরপর গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার নিমিত্তে যৌথবাহিনী ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। 

পরে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি ৯ মিমি ও ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ১০০ রাইফেলের ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গোলা এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১ কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ এবং আপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হারুন-অর-রশীদ আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার ও ডাকাতি রোধকল্পে ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। সীমান্তের কড়াকড়ি ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব মানুষ ঠাঁই নিচ্ছে রোহিঙ্গা শিবিরের আত্মীয়দের কাছে। এদিকে, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার...
চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ের মেলখুম ঝরনা থেকে পড়ে দুই তরুণ মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায়...
খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে মেরুং ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি উঠতে শুরু করে। এতে চিটাইগ্যাংয়া পাড়া বেশ কয়েকটি...
কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। প্রতি ঘণ্টার প্রায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে গোমতী নদীর পানি। এই নদীর পানির স্তর বিপৎসীমা...
অভিনয় ছেড়ে রাজনীতিতে এলেও, এক বছরের মধ্যেই রাজনীতিতে মহা বিরক্ত কঙ্গনা রনৌত! ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচলপ্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি। কিন্তু সাংসদ হওয়ার পরপরই...
আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি আজ বৃহস্পতিবার থেকে পাথর উৎপাদন শুরু হয়েছে। মধ্যপাড়া পাথর খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.