রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ছুটে গেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আজ রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’
এদিকে রাত ১০টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।