নোয়াখালীতে ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করায় মো. সাইদুর রহমান (৩০) নামে এক কৃষককে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
এরপর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সাইদুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সাইদুরের ছোট ভাই রোমন মিয়া বলেন, ‘আমার বড় ভাই পেশায় কৃষক। গতকাল দুপুরে তাঁর নিজ ধানক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় তাঁর জমির পাশ থেকে একই এলাকার রনি মেম্বার, রাকিব, ইমরান ও বাবুল ভেকু দিয়ে মাটি উঠিয়ে ট্রাকে নিয়ে যাচ্ছিল। এতে আমার ভাইয়ের ফসলের জমি নষ্ট হয়। আমার ভাই এর প্রতিবাদ করলে রনি মেম্বার ও তাঁর লোকেরা ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে গুলি চালালে আমার ভাইয়ের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়।’
রোমন মিয়া বলেন, ‘পরে আমি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আমার ভাইকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘গত রাতে নোয়াখালী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসলে জরুরি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’