রাজধানীর কদমতলীর একটি বাসায় গলায় ফাঁস দিয়ে পিংকি সাহা (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। ওই গৃহবধূ শিবু সাহা সাহা নামে এক পুলিশ সদস্যের স্ত্রী।
গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পিংকি সাহা লক্ষ্মীপুরের কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের নিবারণ সাহার মেয়ে। তাঁর স্বামীর নাম শিবু সাহা। বর্তমানে কদমতলীর একটি বাসায় ভাড়া থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি পিংকি সাহার স্বামী শিবু সাহা পুলিশে কর্মরত আছেন। আজ রাতে স্বামী–স্ত্রীর কলহের জেরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন পিংকি সাহা। পরে তা জানতে পেরে স্বামী শিবু সাহা ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় পিংকি আর বেঁচে নেই।’
বাচ্চু মিয়া আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।