সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
Independent Television
 

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিতে নিহতের ঘটনায় সড়ক অবরোধ

আপডেট : ১৫ মে ২০২৪, ০২:০৫ পিএম

অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শোকর‍্যালি এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শোকর‍্যালি এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়-এর সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়। চা–খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় একপক্ষ গুলি চালালে ছয়জন গুলিবিদ্ধ হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক ওয়াছিকুল ভুঁইয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর অভিযুক্তদের বিচারের দাবিতে আজ বুধবার দুপুরে জেলা শহরে শোকর‍্যালি করে চন্দ্রদিঘলিয়া এলাকার মানুষ। র‍্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের শেহরের চেচানিয়াকান্দিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি।

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের মামলার মূল আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী শহর এলাকায় অভিযান তাকে...
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির দীঘিনালায় আবারও আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ২০টি দোকান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে।  
পিরোজপুরের ইন্দুরকানীতে শিশুসহ একই পরিবারের ৮ জনকে অচেতন করে চুরির ঘটনা হয়েছে। মঙ্গলবার সাহরি শেষে এ ঘটনার শিকার হয় তারা। মঙ্গলবার বেলা ১১টায় অচেতন আটজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি...
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের...
সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলা ভাষার ব্যাপারে পশ্চিমা শাসকবর্গ একগুঁয়েমীর পরিচয় দিয়েছে প্রথমটায়। হয়তো তার পেছনে ভয় ছিল, স্বার্থ নষ্ট হবার ভয়, কিন্তু পরে যখন তারা দেখেছে যে এ-আন্দোলন কিছুতেই স্তব্ধ হবার নয় তখন ১৯৫৬ সালে এবং...
একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ সময়কালের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। যেখানে ফুটে উঠে একটি শহীদ পরিবারের বিড়ম্বনার কথা। হারুন রশীদের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু।    ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.