ফের আগুনের ঘটনা ঘটেছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এবার আগুন লেগেছে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতালটির নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুমে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টোরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি দল কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। হাসপাতালের সিঁড়ি ছোট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ করে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে ও ধোঁয়ায় অন্ধকার সৃষ্টি হয়। স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে।
প্রাথমিকভাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা। বলেন, তদন্ত কমিটির মাধ্যমে পরে জানা যাবে।
এদিকে, আগুন লাগার খবরে ঘটনাস্থলে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত কমিটির মাধ্যমে আগুন লাগার কারণ বলতে পারবেন বলে সাংবাদিকদের জানান।
প্রসঙ্গত, এর আগে ২২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আগুন লাগে। পরে ৩১ মার্চ আবারও হাসপাতালের ষষ্ঠ তলায় আগুন লাগে।