কিশোরগঞ্জের হোসেনপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রচণ্ড গরমে ২৬ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন শিক্ষার্থী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। এরপরই অভিভাবকদেরকে ডেকে এনে বাকি ২৫ শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষকরা। একই সঙ্গে বিদ্যালয়টিতে সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর উপজেলার শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রচণ্ড গরমে হঠাৎ করে বিদ্যালয়ের দ্বিতীয় তলার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
এসময় তাৎক্ষণিকভাবে অভিভাবকদের ডেকে এনে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে একজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনার বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান উপজেলা শিক্ষা অফিসার।