গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রা বিরতি করে। এসময় ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে ট্রেনের ইঞ্জিন চালকসহ অন্যান্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেশনের কর্মকর্তারা বলছেন, ইঞ্জিনটির তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। পরে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ত্যাগ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বেলাল আহমেদ জানান, ট্রেনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।