সেকশন

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

ফাঁকা সড়কে কৃত্রিম যানজট তৈরি করছে ‘যাত্রীবাহী বাস’

আপডেট : ১৯ মে ২০২৪, ০৯:১০ এএম

সড়কের সামনে ফাঁকা, অথচ সড়ক আটকে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে যানবাহনের লম্বা সারি। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে এভাবেই প্রতিনিয়ত যাত্রী তুলছেন বাস চালকেরা। সড়ক আটকে আড়াআড়ি করে বাস রাখায় তৈরি হচ্ছে কৃত্রিম যানজট।

চালকেরা চুক্তিভিত্তিক বাস চালাতে আগ্রহী হওয়ায় বাড়ছে বেপরোয়া গতির প্রবণতা। ট্রাফিক পুলিশের দাবি, যানজট নিয়ন্ত্রণে না থাকলেও নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবই পরিবহন খাতে অরাজকতার মূল কারণ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ বলছে, বিশ্বের ১৫২টি দেশের ১ হাজার ২০০ শহরের মধ্যে সবচেয়ে ধীরগতির ঢাকা। বিশ্বব্যাংক ও বুয়েটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে ঢাকার সড়কে গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে।

বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় ৩৮৮ অনুমোদিত রুটে বিভিন্ন ধরনের ১৮ হাজার ৪৩১টি বাসের অনুমোদন আছে। এর মধ্যে চলছে মাত্র সাড়ে ৪ হাজার। প্রায় আড়াই হাজার মানুষের মালিকানায় এসব বাস।

সড়কের সামনে ফাঁকা, অথচ সড়ক আটকে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে যানবাহনের লম্বা সারি। ছবি: ভিডিও থেকে নেওয়াপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ চালক নির্দিষ্ট বেতনে চাকরি করতে চান না। তারা চুক্তিভিত্তিক বাস চালানোয় বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতা ও কৃত্রিম যানজট তৈরি হচ্ছে। 

ট্রান্স সিলভা পরিবহনের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বলেন, চালকেরা মনে করেন যদি সে মাসিক বেতন পায় তাহলে যেকোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ মালিক তাঁর বেতন থেকে কেটে রাখবে। এর জন্য মাসিক চুক্তিতে যেতে চান না তাঁরা। আমরা অনেক চেষ্টা করে দেখেছি, পারিনি।

সারিবদ্ধ বাসে দিন দিন সড়কে বাড়ছে যানজট। ছবি: ভিডিও থেকে নেওয়াট্রাফিক পুলিশ বলছে, গণপরিবহনের বিশৃঙ্খলা বন্ধে পরিবহন সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদি হাসান বলেন, সড়কে প্রতিবন্ধকতা রোধে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে। যারা প্রতিবন্ধকতা করেন তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে, জরিমানাও করা হচ্ছে।  

আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশের সড়ক ব্যবস্থা বিজ্ঞানসম্মত না। যানজট ও বিশৃঙ্খলা থাকলে এর নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরা লাভবান হন। সেজন্য জনগণকে পরিবহন খাতের জিম্মিদশা থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের আগ্রহ কম।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, পরিবহনের এই অবস্থার নিয়ন্ত্রণ করতে হবে। এটা বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্য শুধু পরিবহন মালিকেরা নয়। এখানে সরকারি কিছু কর্মকর্তা আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা আছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা আছে। এসব সিন্ডিকেট ভাঙতে হবে।

এসব বাসকে নিয়মিত জরিমানার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। ছবি: ভিডিও থেকে নেওয়াঢাকার যানযট ও পরিবহনে অব্যবস্থা কারিগরি ইস্যু নয়, বরং রাজনৈতিক বলেও মন্তব্য করেন বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এই সাবেক পরিচালক।

মালয়েশিয়ান এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার...
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীতে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অপর তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর...
চাঁপাইনবাবগঞ্জে কটূক্তি ও অপদস্থের জেরে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচ পণ্ড হয়ে গেছে। পরে দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে...
একাধিক অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে কারারক্ষীরা।
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ...
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.