সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

আতঙ্কের নাম ‘লেগুনা’, নেই অনুমোদন তবুও চলছে

আপডেট : ১৯ মে ২০২৪, ১১:১৫ এএম

নেই রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট। নেই চালকের লাইসেন্স, আবার অনেকক্ষেত্রে দেখা যায় অপ্রাপ্তবয়স্করাই চালাচ্ছে। আর এভাবেই রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান হলার, যা লেগুনা নামেই বেশি পরিচিত। সড়কে আতঙ্ক ছড়ানো এসব লেগুনার রুট পারমিট দেওয়া অন্তত দুই বছর ধরে বন্ধ রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), করছে না নবায়নও। তবুও প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে চলছে এসব লেগুনা।

অভিযোগ রয়েছে, পুলিশ ও বিআরটিএর কিছু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে দেদারসে সড়ক দাপিয়ে চলছে লক্কড়-ঝক্কড় এসব লেগুনা।

হিউম্যান হলার বা লেগুনার নামে রাজধানীর ১৪টি রুটে চলে লক্কড়-ঝক্কড় অন্তত ৯০০ গাড়ি। কোনটির দরজা দড়ি দিয়ে বাঁধা, নেই লুকিং গ্লাস ও জানালার কাচ। ময়লা-ভাঙাচোরা সিট। নেই মানসম্মত হেডলাইটও। স্টার্ট দেওয়ার সুইচ নেই, দুই তারে ঘষা দিয়েই চলছে এসব লেগুনা। কিছু লেগুনায় আবার হর্নও নেই, হাত দিয়ে গাড়ির শরীরে আঘাত করে জানান দেওয়া হচ্ছে নিজের অস্তিত্ব। এমন গাড়ির নতুন পারমিট দেওয়া হয় না দুই বছর ধরে, বন্ধ নবায়নও। ফলে ঠিক কত গাড়ি চলে তার হিসেব জানে না কেউ। 

কোনটির দরজা দড়ি দিয়ে বাঁধা, নেই লুকিং গ্লাস ও জানালার কাচ। ময়লা-ভাঙাচোরা সিট। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনফিটনেসহীন এসব গাড়ির মালিকেরা বেশি ভাড়ার লোভে বাড়তি সিট বসিয়ে তুলছেন বেশি যাত্রী। ১০ সিটের গাড়িতে নেওয়া হচ্ছে ১৫ জন পর্যন্ত। করোনার সময়ে অর্ধেক যাত্রী নেওয়ার নিয়ম করলে, ১৫ টাকার ভাড়া ২০ টাকা করা হয়। করোনার ভয়াবহতা শেষ হওয়ার প্রায় তিন বছর পরও বাড়তি ভাড়াই নেওয়া হচ্ছে। 

এসব লেগুনার চালকেরা বলছেন, গাড়ির কাগজপত্র, চালকের লাইসেন্সও থাকে মালিক সমিতির কাছে। পুলিশ আমাদের গাড়ি সেভাবে তল্লাশি করে না। সেজন্য কাগজপত্র লাগে না। সাথে কাগজপত্র রাখলে বেশিরভাগই হারিয়ে যায়।

বেশিরভাগেরই যানবাহন চালানোর লাইসেন্স না থাকলেও এসব গাড়িচালকদের দাবি, ‘ওস্তাদের কাছে শিখেই দক্ষ হয়েছেন তারা।’

অভিযোগ রয়েছে, গাড়িপ্রতি দিনে ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চাঁদা দিয়ে এসব গাড়ি চলে। লাইন খরচ নাম দিয়ে চাঁদা তোলেন রাজনৈতিক নেতা-কর্মীরা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘চাঁদাবাজি যেই করুক কেউই তো আইনের ঊর্ধ্বে নয়। চাঁদা নিয়ে লেগুনা চলাচলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

কোনটির দরজা দড়ি দিয়ে বাঁধা, নেই লুকিং গ্লাস ও জানালার কাচ। ময়লা-ভাঙাচোরা সিট। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকীভাবে এসব অবৈধ যানবাহন চলছে তা জানে না বিআরটিএ। এগুলো বন্ধে নেই তেমন কোনো উদ্যোগও। 

বিআরটিএ পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, ট্যাক্স টোকেন থাকতে হবে, থাকতে হবে রুট পারমিট। এসব কাগজপত্র ছাড়া যেসব গাড়ি চলে সেসব অবৈধ। এসব কাগজপত্র ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না। 

রিকশায় ৮০ থেকে ১০০ টাকার গন্তব্যে যেতে লেগুনায় ভাড়া লাগে ২০ টাকা। সেজন্য বাধ্য হয়ে এ বাহনে ওঠেন অনেকেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলের ট্রলারে তেলের ড্রাম বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের ৩০ মিনিটের...
নড়াইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে নড়াইল কালিয়া আঞ্চলিক সড়কের ফুলশ্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন। আজ বুধবার বিকা‌লে উপ‌জেলার মৌরাট ইউ‌নিয়‌নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট মাদরাসা...
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই পদচিহ্ন রেখে গেছেন হুমায়ুন ফরীদি। মঞ্চ দিয়ে তাঁর অভিনয়জীবনের হাতেখড়ি। তবে টিভি নাটক ও চলচ্চিত্রে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। জনপ্রিয়তাও পেয়েছিলেন...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এতে উঠে আসবে পারষ্পারিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পর্কের নানা দিক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.