সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শরীয়তপুরে পোলিং অফিসারকে মারধরের অভিযোগ

আপডেট : ২০ মে ২০২৪, ০৪:৩৬ পিএম

শরীয়তপুরের জাজিরায় এক সরকারি পোলিং অফিসারকে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার বিকেনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচন শেষে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। তবে আজ সোমবার দুপুরে এ ব্যাপারে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

আহত আবু সাঈদ মিয়া উপজেলার বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সরকারি পোলিং অফিসার ও ২৫ নম্বর বিকে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার জাজিরা উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনে মোহাম্মদ ইদ্রিস ফরাজী (মোটরসাইকেল প্রতীক) ও এসএম আমিনুল ইসলাম রতনসহ (ঘোড়া প্রতীক) পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার দিবাগত রাতে উপজেলার বিকে নগর বাজারের একটি দোকানে বসে ছিলেন আবু সাঈদ। অভিযোগ উঠেছে, তখন তাঁকে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মারেন বিকে নগর ইউপি সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার, আব্দুল আলী সরদার ও মজিবুরসহ বেশ কয়েকজন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আবু সাঈদ প্রাথমিক চিকিৎসা নেন।

মারধরের শিকার পোলিং অফিসার আবু সাঈদ মিয়া বলেন, ‘আমার বাড়ি কাছে বিকে নগর বাজার। সেই বাজারের একটি দোকানে আমি বসে ছিলাম। তখন আমাকে একলোক বাজারে পাশে ডেকে নেয়। সেখানে গেলে স্থানীয় আব্দুল আলী সরদারসহ কয়েকজন আমাকে বকাঝকা শুরু করে। আর বলে, তুই নাওডোবা গিয়ে ঘোড়ার ভোট চাইছস কেন? আমি তখন বলি আমি এমন কোনো কাজ করিনি, কোথাও যাইনি। পরে তারা বলেন, তোরা কেন্দ্রে কেউ ভোট দিতে যাইতে পারবি না। বাড়ির কেউ যেন না যায়। এর কিছুক্ষণ পরেই বিকে নগর ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার এসেই আমাকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমি মাটিতে পড়ে যাই। তারপরও আমাকে কিল-ঘুষি ও লাথি মারে সাবেক চেয়ারম্যানসহ আরও কয়েকজন। আমি একজন শিক্ষক, তাই শিক্ষক সমিতির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে নির্বাচন গেলে অভিযোগ করা হবে।’

ভুক্তভোগী পোলিং অফিসার বলেন, ‘মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে কাজ করার জন্য আমাকে ও আমার পরিবারে টাকা দিতে আসেন তাঁর কর্মী-সমর্থকেরা। আমরা টাকা না নেওয়ায় আমাকে এভাবে মারধর করল।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও বিকে নগর ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার। তিনি বলেন, ‘তার সঙ্গে আমাদের কারও এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এদিকে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁকে পাওয়া যায়নি।

এ নিয়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম আমিনুল ইসলাম রতন বলেন, মোহাম্মদ ইদ্রিস ফরাজী তাঁর পোস্টারে নৌকা প্রতীকের ব্যাস লাগিয়েছেন। তাঁর ব্যানারে সাবেক মেয়র অধ্যাপক হক কবিরাজের ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধি লঙ্ঘন। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর এইসব পোস্টার-ব্যানার অপসারণ করতে বললেও তিনি করেননি। এখন আবার সরকারি পোলিং অফিসারকে মারধর করেছেন। তাই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখার স্বার্থে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছি।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘সরকারি পোলিং অফিসারকে মারধরের বিষয়ে কেউ অভিযোগ করেননি। তবে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম রতন একটি অভিযোগ করেছে, দেখেছি। সেই অভিযোগের কোনো সত্যতা নেই।’

সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজের। এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত...
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর গণি খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে,...
মাগুরা সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনী অভিযানে চালানোয় ক্ষুব্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাঁকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর বাড়িতে যৌথবাহিনী অভিযান...
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি। 
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
আমেরিকার রাস্তায় দেখা গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা’র চালকবিহীন ট্যাক্সি পরিষেবা ‘রোবোট্যাক্সি’। টেক্সাসের অস্টিন শহরের সাউথ কংগ্রেস এলাকায় গত রোববার (২২ জুন) সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.