গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ছোট ছোট ৭০টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বাসাবাড়ি ও কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।’
আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি উল্লেখ করে আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুনে কলোনির ৭০ টিকক্ষ, বিপুল পরিমাণ ঢেউটিন, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তদন্ত সাপেক্ষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’