সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
Independent Television
 

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

মৈষটেক, মিরেরটেক, সোনারগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তরা সঙ্ঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও- এর উপ মহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এছাড়াও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, জেলা প্রশাসন নারায়নগঞ্জকে অবহিত করে জনাব ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা আজ মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়নগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এই অভিযানে প্রায় ১০০ ফিট এম. এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২" ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও- এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।
 
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে ২০২৫ সালে ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১.৬৫ লাখ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির অভিযোগ মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন...
দিনাজপুরের হিলিতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন ও লরির হেলপার রাসেল হোসেন। সাব্বির হোসেনের...
বকেয়া বেতন–বোনাসের দাবিতে আন্দোলন করতে এসে অসুস্থ হয়ে একজন গার্মেন্টস এক্সিকিউটিভ মারা গেছেন। রোববার রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে এসে অসুস্থ হয়ে যান রামপ্রসাদ সিং (৪০)। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতারে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে...
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিরব কাজী নামের (৯) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়। সে ওই এলাকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.