বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার এক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আরেক মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। প্রথমে আশুলিয়া থানার দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।
৯টা ৩৫ মিনিটের দিকে তাদের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে ডা. এনামুর রহমান নেওয়া হয় সাভার মডেল থানার ৭ মামলার শুনানিতে। আর অপর তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রথমে এনামুরকে ৬ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত গ্রেপ্তার দেখানোর দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। পরে সাভার থানার একটি হত্যা মামলায় ডা. এনামুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এ ছাড়া সাভার থানার আরও ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় তাঁর মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।