সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

জুলাই আন্দোলন: ঢামেক মর্গে থাকা এক মরদেহের পরিচয় শনাক্ত 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢামেক মর্গে রাখা নিহত নারীসহ ৭ মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম মো. হাসান (১৯)। তিনি গুলিস্তানের কাপ্তানবাজার এলাকায় একটি দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিহত হাসানের বাবা মনির হোসেন বলেন, ‘আমার ছেলে গুলিস্তান কাপ্তানবাজার এলাকার একটি দোকানে কাজ করত। গত ৫ আগস্টের পরে থেকে আমার ছেলেকে আর খুঁজে পাইনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের কাছে থেকে জানতে পারি, ওই ঘটনায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অনেকগুলো লোক মারা গেছে। যাদের মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।’

মনির হোসেন আরও বলেন, ‘পরে জানুয়ারির ১ তারিখে ঢাকা মেডিকেলের মর্গে এসে আমার ছেলের পায়জামা, পাঞ্জাবি, মুখে খোঁচা দাড়ি দেখে আমার ছেলের মরদেহ শনাক্ত করি। পরে আমার ও আমার স্ত্রী গোলেনুর বেগমের ডিএনএ নমুনা দিয়ে গেলে আজ এক মাস একদিন পরে তারা আমাদের খবর দিলে মর্গে আসি ছেলের লাশ নেওয়ার জন্য।’

হাসানের জানাজার বিষয়ে বাবা মনির হোসেন বলেন, ‘আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে আমরা ছেলের মরদেহ বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়করা শহীদ মিনারে নিয়ে প্রথম জানাজা করবে বলে জানিয়েছে। পরে আমার ছেলের মরদেহ গ্রামের বাড়ি ভোলা সদরে নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের...
এসআই বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, অতিরিক্ত শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ...
রাজধানীর বনানীর আদর্শ নগরে বাড়ি ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে মনি খাতুন(৩৫) নামে এর নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মনি খাতুন ওই বাড়ির মালিকের স্ত্রী। 
মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে তাঁর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.