নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যক্তি ইট বালুর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
রূপগঞ্জের কর্নগোপ আল রাজি মিলের পেছনে মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে এই ঘটনা। পরে তাঁকে রাত পৌনে ১১টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কর্নগপ গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আহত ব্যবসায়ীর ছেলে রাব্বি বলেন, ‘আমার বাবা ইট বালুর ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করে। বাবা চাঁদা দিতে অস্বীকার করলে ওই দুর্বৃত্তরা বাবাকে প্রথমে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একপর্যায়ে তারা বাবার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে রাতের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে আমার বাবা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নারায়ণগঞ্জে থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে জরুরি বিভাগের তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি চাঁদাবাজদের গুলিতে তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’