রাজধানীর বাড্ডায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে আহত ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা যান।
নিহত মো. তানভীর (২২) মুন্সিগঞ্জ সদরের তুরকি গ্রামের মো. সাহাদুল্লাহর ছেলে। বাড্ডার কবরস্থান রোড এলাকায় ভাড়া থাকতেন তিনি। ছিলেন একটি ফ্রিজের দোকানের কর্মচারী।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়।
নিহতের মা তানিয়া বেগম বলেন, আমার ছেলে একটি ফ্রিজের দোকানের কর্মচারী ছিল। গতরাত ১০টার দিকে আমার ছেলে দোকানের কাজ শেষে মধ্য বাড্ডা কবরস্থানের পাশের গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা কিশোর গ্যাংয়ের ৩/৪ জন আমার ছেলেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
তিনি বলেন, এ সময় তাঁর কাছে থাকা একটি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায় আমার ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।