ঢাকা–ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশন ও টঙ্গীর রেল স্টেশনে পৃথক এই দুর্ঘটনা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শামীমা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর রেলস্টেশনের পয়েন্টের কাছাকাছি হোম সিগনালের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দেওয়ানগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে।’
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের পৌঁছায়। স্টেশনে যাত্রাবিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় রেললাইন পারাপার হতে গিয়ে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’