ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত কয়েকদিন ধরে এই হাসপাতালেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ১০ টা ১৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
প্রয়াত অধ্যাপকের পরিবারের সদস্যরা জানান, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর থেকে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।