রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দেলোয়ার যশোরের শার্শা উপজেলার নন্দীপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। খিলগাঁওয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মামাতো ভাই ইমরান বলেন, ‘আমার ভাই একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি তাঁর এক ক্লায়েন্টকে নামিয়ে দিয়ে বাসায় ফেরার পথে রামপুরার গোলচক্করে দুর্ঘটনায় আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে আজ ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।