সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ঘুষকে বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি!

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:৫৫ পিএম

সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেওয়াকে বৈধতা দিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সভার রেজুলেশনের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

গত ৬ মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত ভাইরাল হওয়া রেজুলেশনে দেখা যায়, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা ওইদিন দুপুর ২টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচিত নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান।

সভার শুরুতে অ্যাজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশ নেয় এবং নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।

সিদ্ধান্ত নম্বর ২: পেশকার/পিয়নকে সি, আর ফাইলিংয়ে ১০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত নম্বর ৩: যেকোনো দরখাস্তে জি, আর/সি, আর ১০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত নম্বর ৪: জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি ১০০ টাকার নিচে না এবং ২০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত নম্বর ৫: গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির রেজুলেশনের কপি। ছবি: সংগৃহীত

এই রেজুলেশনের অংশ বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ এটাকে ঘুষকে অফিসিয়ালি বৈধতা দেওয়া হয়েছে বলে দাবি করেন। অথচ এই ঘুষ দেওয়া-নেওয়ার কোনো নিয়ম নেই।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির তাঁর ফেসবুকে শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় পাস হওয়া রেজুলেশনের অংশ বিশেষ পোস্ট করে সেখানে লেখেন, ‘ঘুষের সার্টিফিকেট দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি।’

পলাশ খান নামে একজন রেজুলেশনের অংশ বিশেষ ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘এখন আদালতে প্রকাশ্যে ঘুষ লেনদেন হবে বাহ্।’

শাহিন আলম নামে এক ফেসবুক ব্যবহারকারী তাঁর আইডিতে শরীয়তপুর আইনজীবী সমিতির সভায় পাস হওয়া ওই রেজুলেশনের অংশ বিশেষ পোস্ট করে লেখেন, ‘অনিয়ম যখন দীর্ঘদিন ধরে চলে, তখন সেটা আইন হয়ে যায়। সেটার প্রমাণ এই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তগুলো। আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম বলেন, ‘শরীয়তপুর কোর্ট কাচারিতে দীর্ঘদিন যাবৎ ঘুষ নেওয়ার রেওয়াজ চলে আসছে। কোর্টের কর্মচারীরা ইচ্ছেমতো যার থেকে যা পারছে আদায় করে নিচ্ছে। আমরা চাচ্ছি এটা বন্ধ হোক। যেহেতু এটা একবারে হুট করে বন্ধ করা যাবে না। তাই সভায় ঘুষের পরিমাণ সহনীয় পর্যায়ে নামিয়ে নির্দিষ্ট আকারে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে আমরা কেউ হয়রানির শিকার না হই। ভবিষ্যতে আমরা এই অনৈতিক লেনদেন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেব।’

শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মহসিন স্বপন বলেন, ‘আইনজীবী সমিতি সভা ডেকে ঘুষের পরিমাণ নির্ধারণ করে এ ধরনের রেজুলেশন ভাইরাল করায় আমরা বিস্মিত হয়েছি। এটা নজিরবিহীন। ঘুষকে রেজুলেশন আকারে বৈধতা দেওয়া হয় এটা কোনো ইতিহাসে নাই। এটা করে তারা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ এবং খাটো করেছে। ৫ আগস্টের পরে এ ধরনের লেনদেন টোটালি বন্ধ হয়ে গেছে। আমাদের জজ স্যার, চিফ স্যার এ ব্যাপারে সোচ্চার রয়েছেন। কোনো ফাইল বা কোনো কাজ আটকে থাকছে না। সকল কাজ যথাসময়ে হয়ে যাচ্ছে। তাহলে কেন আমাদের স্টাফদের ঘুষের আওতায় আনা হলো আমি জানতে চাই।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ১৫টি পদের মধ্যে ১৫টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। জেলা বিএনপির সহ–সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুল হাসান সাধারণ সম্পাদক হন।

শরীয়তপুর কোর্ট পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘আমি জানতে পেরেছি আইনজীবী সমিতি মিটিং করে ঘুষের রেট নির্ধারণ করেছে, এটা তাদের বিষয়। তারা এ বিষয়ে আমাকে এখনও কিছু জানায়নি। এ রকম যদি কেউ নিয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ মানবাধিকার কমিশন, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘এভাবে সভা ডেকে রেজুলেশন করে ঘুষের পরিমাণ নির্ধারণ করা বেআইনি। আমি এটা কখনোই সমর্থন করি না। আমি এর নিন্দা জানাই।’

সুশাসনের জন্য নাগরিক-সুজনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল হাছান (মাসুম) বলেন, ‘শরীয়তপুর আইনজীবী সমিতি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এ সিদ্ধান্ত নেওয়ার তাদের কোনো এখতিয়ার নেই। এটা সম্পূর্ণ বেআইনি। আমি এর নিন্দা জানাই।’ 

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে এক রোগী ও তাঁর স্বজনদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে আনসার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো....
মানহানির অভিযোগ এনে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ।
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার অধীনে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় আহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম (৫৪) মারা গেছেন। রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিকুল।
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভয়ারণ্য পাঠাগারের চার শতাধিক বই ফেরত দেওয়া হ‌য়ে‌ছে। এর আগে পাঠাগার থে‌কে লুট হওয়া বই নি‌য়ে বি‌ভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রচা‌রিত হয়। এর পরই প্রশাসন বই ফের‌তের উদ্যোগ নেয়।
বাড়িতে যদি সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন কারি। এটি মূলত দক্ষিণ এশীয় কুজিনের খাবার। যার মূল উৎস ভারতীয় উপমহাদেশই। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান...
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.