রাজধানীর খিলক্ষেতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণের শিকার সাড়ে পাঁচ বছরের শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে খিলক্ষেতে ধর্ষণের অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশের একটি দল। অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার পথে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় হামলা করে বিক্ষুব্ধরা।
তিনি বলেন, ধর্ষণে অভিযুক্ত কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় বাধা দিলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। সাত পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সেনাবাহিনী মোতায়েন হয়। এ ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, খিলক্ষেত থেকে ৬ বছরের একটি শিশু ধর্ষণের ঘটনায় তার মা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।