সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

গুলশানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলি, যুবক নিহত

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান জানান, নিহত পথচারীর নাম সুমন (৩৫)। রাত ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. মারুফ জানান, ‘আজ রাতের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনের রাস্তা দিয়ে ইন্টারনেট ব্যবসায়ী মো. সুমন মিয়া পায়ে হেঁটে যাওয়ার সময় ৫/৬ জন অজ্ঞাত দুর্বৃত্তরা বুকে, পেটে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’

সুমনের নামে গুলশান ও বাড্ডা থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিজেদের অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে বলেও জানানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ রাত ১১টার দিকে সুমন নামের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তি রংপুরের মিঠাপুকুর এলাকার মাহফুজুর রহমানের ছেলে। বর্তমানে মহাখালীর টিভি গেট এলাকায় থাকেন।’

তিনি জানান, মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে গুলশান থানা পুলিশ এসেছেন। এ বিষয়ে তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত প্রকাশ করেছেন আদালত। এরপর মামলাটি...
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার অধীনে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় আহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম (৫৪) মারা গেছেন। রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিকুল।
রোববার বিকেলে সুন্দরবনের শিপসা নদীর পশ্চিম তীরের মুচির দোয়ানী এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এসময় একটি একনলা বন্দুক ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আজ সোমবার তাঁকে...
রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত শতাব্দি সিএনজি, এমবিএম...
গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় ঘুমের ওষুধ খাইয়ে একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ...
দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিকটির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে পত্রিকার সম্পাদক,...
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে প্রথম লেগে ২-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসিদের নিয়েও সে ম্যাচ হেরে বসার পর গতকাল লিগে এফসি ডালাসের বিপক্ষে খেলতে নেমেছিল ডেভিড বেকহামের দল।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.