নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সেহরির সময় গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ডা. শাওন বিন রহমান বলেন, সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তার এর শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। রুনা আক্তারকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই চিকিৎসক জানান, সেহরির সময় টিন সেটের বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হন।