গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, বিক্ষোভের সময় বহিরাগতদের দিয়ে তাঁদের হামলা চালানো হয়েছে। এতে বহিরাগতদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ থেকে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গত দুই দিন ধরে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। আজ সকালে ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আড়াই ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় ১০-১২ জন শ্রমিক আহত হন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিআইবিএস কারখানার শ্রমিকেরা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে যৌথবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে সাড়ে ৮ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।